‘আমলনামা’ রায়হান রাফী

‘আমলনামা’ চমকে দিল রায়হান রাফী

বিনোদন
Spread the love

আলোচিত সিনেমা ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে  রায়হান রাফী নিয়ে আসছেন ‘আমলনামা’। গত শুক্রবার বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পায় রায়হান রাফীর ‘আমলনামা’র ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও, যার ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…। সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফীর ’ এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। । চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমাটির থিমেটিক পোস্টার। ভাঙা ফ্রেমের ভেতর স্পষ্টই বোঝা গেছে দুই কন্যাসন্তানকে নিয়ে মা–বাবার ছবিটি। তবে বাবার মুখটি ছবিতে নেই। বুলেটের আঘাতে বাবার মুখের জায়গাটি ছিদ্র হয়ে গেছে, ভেঙে গেছে ওপরের কাচ। আর প্রতীকীভাবে সেই ভাঙা অংশ দিয়ে বেয়ে পড়ছে রক্ত। ভাঙা কাচের ওপর প্রতিফলিত হয়েছে জাহিদ হাসানের ছবি। তিনি ছবিটির দিকে তাকিয়ে আছেন। থিমেটিক পোস্টারের ক্যাপশনে লেখা, ‘যেই অবিচার আমরা চোখ বুজে সহ্য করে এসেছি!’

ভিডিওর প্রথম দিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি।

এমন সব বাক্য, ছবি আর ভিডিও স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি করেছে দর্শকদের মনে। কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। শুধু জানান, দর্শকেরাই সেটা আবিষ্কার করুন। রাফী বলেন, ‘আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে; এ রকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনি শেষ না হওয়া পর্যন্ত দর্শকেরা একটা রোমাঞ্চের মধ্যে থাকবেন।’

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রায়হান রাফী। ‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে জাহিদ হাসানকে। শুধু তা–ই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুনভাবে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়।

এছাড়া ছয় বছর পর অভিনয় করলেন কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু। কাজটিতে যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই রায়হান রাফীর সুনাম শুনছি। তিনি যখন চরিত্রটাতে পারফর্ম করার প্রস্তাব দিলেন এবং বললেন, এই চরিত্রের জন্য আমাকেই দরকার, তখন একরকম আগ্রহ পেয়েছি। আর যখন গল্পটা শুনি, তখন তো রীতিমতো চমকে উঠি এবং সঙ্গে সঙ্গে কাজটি করতে রাজি হয়ে যাই। এভাবেই ছবিটার সঙ্গে যুক্ত হওয়া।’

থিমেটিক পোস্টার ও ফোরটেস্ট প্রকাশের পর দর্শকেরা জানতে চাইছেন, কবে আসবে ‘আমলনামা’? দর্শকদের অল্প কিছুদিনের অপেক্ষা করতে বলেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

সিনেমায় আরও অভিনয় করেছেন গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যাও । রায়হান রাফীর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।

আরও পড়ুন ডাকাতের আক্রমণে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *