আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি র্যাংকিয়ে সেরা ৮ দলের মধ্যে হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত খেলবে কি না এখনো নিশ্চিত করেনি। যদিও ভারতের সব ম্যাচ লাহোরে হবে ধরে নিয়েই খসড়া সূচি তৈরি করেছে পাকিস্তান। গত বছর এশিয়া কাপের আগেও একই সমস্যা হয়েছিল। যদিও টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনালসহ ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায়।
এবারও ভারত হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে, সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু পাকিস্তান এবার নিজেদের ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট আয়োজন করতে নাছড়বান্দা। পাকিস্তানের খচড়া সূচি অনুযায়ী, ভারতের সব ক’টি খেলা হবে লাহোরে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহণ নিশ্চিতের জন্য এখন পাকিস্তান তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দিকে। আর বিসিসিআই আছে ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। ভারত সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানে যাওয়ার অনুমোদন না দেয় এবং সূচি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে বহাল থাকে তাহলে ভারতকে ছাড়াই হবে এই টুর্নামেন্ট।
তাহলে কী আট দলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কি সাত দল নিয়ে হবে?
না।
ভারতের সরকারি স্বীদ্ধান্তে ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম সরিয়ে নিলে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। গত বছর ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ ৮ দল চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেয়েছে। বিশ্বকাপে নবম দল ছিল শ্রীলঙ্কা। ভারত টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে শ্রীলঙ্কার কপাল খুলে যাবে।তাই শ্রীলংকা ক্রিকেট বোর্ড এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে পারে।
উল্লেখ্য,চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।গ্রুপ এ তে ভারত,পাকিস্তান,নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ। গ্রুপ বি তে রয়েছে আস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা,ইংল্যান্ড ও আফগানিস্তান।