এনামুল হক বিজয়ের দেশত্যাগে

এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খেলাধুলা
Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ ম্যাচ ফিক্সিং সন্দেহে বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। এনামুল হক বিজয় এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন।

রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যেই বিজয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এল। চলমান একাদশ বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে।

পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন জাতীয় দলের এই ওপেনার। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।  দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট সে সময় জানিয়েছিল, ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বে বদল আনা হয়েছে।

দুর্বার রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। তবে প্লে–অফে খেলতে পারবে কি না তা নির্ভর করছে আজকের ঢাকা–খুলনা ম্যাচের ওপর।

 ৩২ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছে। এছাড়া চলতি বছরের বিপিএলের অন্যতম সেরা পারফরমার বিজয় বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলেছে । ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

আরও পড়ুন কোচ বাটলার থাকলে, গণ অবসরের হুমকি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *