বিয়ের কর বাতিল

বিয়ের জন্য ধার্যকৃত কর বাতিল

বাংলাদেশ
Spread the love

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিয়ের উপর আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আইন-আদালত সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের কথা জানান আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে।
এছাড়া, এত দিন বিবাহ নিবন্ধন ফরমের (নিকাহনামা) একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
উল্লেখ্য, বর্তমানে ব্যবহৃত কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটিকে অবিবাহিত করা হয়েছে।

আরও পড়ুন ব্যবসায়ীকে ৮/১০ জন মিলে এলোপাতাড়ি কোপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *