গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কয়েকটি বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই 

শিক্ষা
Spread the love

চলতি বছরে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই গুচ্ছভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। আগামী ২৫ এপ্রিল গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এর আগে ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়েছে।

কিন্তু এবছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার আগেভাগেই গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তির কার্যক্রম শুরু করেছে। সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও আলাদাভাবে ভর্তির কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি একই পথে হাঁটতে যাচ্ছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে, এবার ১৭ থেকে ১৮টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। খুব শিগগির কয়টি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছে থাকছে, তা চূড়ান্ত হবে।

তিন দিনে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা

এরই মধ্যে গতকাল বুধবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় ভর্তি পরীক্ষার সময় ঠিক করা হয়। তিন দিনে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

Table of Contents

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ২৫ এপ্রিল সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা), ২ মে বি ইউনিটের (মানবিক) ও ৯ মে এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে আবেদন শুরু, আবেদন ফি কত হবে ইত্যাদি বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানান অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও খরচ কমাতে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছিল গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তা শুরু হয়। প্রথমে হয় কৃষি ও কৃষি শিক্ষাপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয়ে। এরপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। আর সর্বশেষ দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়।

এ প্রক্রিয়ায় ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই তাঁর যোগ্যতা ও পছন্দ অনুযায়ী গুচ্ছে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন। কিন্তু এবার কয়েকটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তির কার্যক্রম করতে যাচ্ছে। অভিযোগ আছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ও স্বকীয়তার কথা বললেও বাস্তবে আর্থিকভাবে বিপুল লাভের কারণেই মূলত আলাদা পরীক্ষা নিতে চায়। কারণ, ভর্তির ফরম বিক্রি বাবদ বিপুল আয়ের বড় অঙ্কই শিক্ষকসহ ভর্তির কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা পেয়ে থাকেন।

সম্প্রতি গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়  উপাচার্যদের চিঠি দিয়েছিল। এতে বলা হয়, উচ্চশিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব একটি কার্যক্রম হিসেবে গুচ্ছপদ্ধতি আস্থা অর্জন করেছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ কমেছে। এই পদ্ধতির মাধ্যমে একটি মানসম্মত প্রশ্নপত্রের ভিত্তিতে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকেরা একাধিক ভর্তি পরীক্ষার দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় (সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। এটি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে জনমনে শিক্ষা প্রশাসনের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করবে। কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি ছাড়াই গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে।

আরও পড়ুন নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *