মণিপুরে দুই গ্রামে হামলা

মণিপুরে দুই গ্রামে সশস্ত্র হামলা

আন্তর্জাতিক
Spread the love

আজ শুক্রবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে পিটিআইয়ের খবরে বলা হয়।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি ও সানাসাবি গ্রামে চালানো ওই হামলার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের নিরাপত্তা বাহিনী।

ওই কর্মকর্তা জানান, বেলা পৌনে ১১টার দিকে সানাসাবি গ্রাম ও এর আশাপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে সশস্ত্র ব্যক্তিরা বোমা ছুড়তে ও এলোপাতাড়ি গুলি শুরু করে। পরে পাল্টা জবাব দিতে নিরাপত্তা বাহিনীর কর্মীরা বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। সশস্ত্র ব্যক্তিরা বেলা সাড়ে ১১টার দিকে থামনাপোকপি গ্রামেও হামলা চালিয়েছে। এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

নিরাপত্তা বাহিনীর ও সশস্ত্র ব্যক্তি  মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলোমেলো ছোটাছুটি করতে দেখা যায়।  

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যসহ (সিআরপিএফ) নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে।

গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন।

আরও পড়ুন মণিপুরে দুই গ্রামে সশস্ত্র হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *