পদ্মায় বিশাল আকৃতির কুমির জেলের জালে ধরা

পদ্মায় বিশাল আকৃতির কুমির জেলের জালে ধরা পড়ল 

বাংলাদেশ
Spread the love

পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে বিশাল আকৃতির একটি কুমির ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাড়ুলিয়া এলাকায় জেলেদের জালে কুমিরটি আটকা পড়ে।

দুপুরে মিরপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘কুমিরটি দেখে মনে হয়েছে বয়স্ক এবং বিশাল আকৃতির। যত দ্রুত সম্ভব সুস্থ অবস্থায় কুমিরটি পদ্মা নদীর গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হচ্ছে। এটাই নির্দেশ এসেছে।’

চাড়ুলিয়া এলাকার জেলে নাসির উদ্দিন বলেন, প্রতিদিনের মতো তিনিসহ সাতজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর টেনে তোলা হয়। জালে মাছ দেখা না গেলেও ভারী ভারী লাগছিল। জাল টেনে তোলার পর দেখতে পান, একটি কুমির আটকা পড়েছে। এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে জাল জড়িয়ে ও শক্ত দড়ি দিয়ে মুখ-পা বেঁধে ফেলেন।  তারপর বালু বহন করা ছোট গাড়িতে করে তীরে আনা হয়। তিনি বলেন, গড়াই ও পদ্মায় কিছুদিন যাবত কুমির দেখা যাচ্ছে। জেলেরা প্রতিদিনই কিছু সময়ের জন্য দেখতে পান; কিন্তু তাঁদের জালে ধরা পড়বে সেটি ভাবতে পারেননি।

এদিকে এলাকার নারী-পুরুষসহ শিশুরা বিশাল আকৃতির কুমির ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হয়। কুমিরটি জাল দিয়ে প্যাঁচানো। শক্ত দড়ি দিয়ে মুখ-পা বাঁধা থাকায় নিথর হয়ে শুয়ে আছে। হালকা পানিতে বালুর ভেতর নিমজ্জিত। নারী-পুরুষ ও শিশুরা তা দেখছে। মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছে কেউ কেউ। অনেকে আবার সেলফি তুলছে।

চাড়ুলিয়া এলাকার প্রবীণ এক ব্যক্তি বলেন, ‘ পদ্মা নদীতে কুমির আছে; কিন্তু কখনো এত বড় কুমির দেখিনি। মানুষ খাওয়া কুমির মনে হচ্ছে।’

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহসভাপতি পাখিপ্রেমী শাহাব উদ্দিন। তিনি বলেন, নভেম্বরের শেষে পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমির আছে বলে এলাকার মানুষ জানান। ৩ ডিসেম্বর নিজে সেখানে গিয়ে গড়াই নদে কুমির দেখেছেন। কুমিরকে উৎসুক জনতা যাতে বিরক্ত না করতে পারেন, সে জন্য নির্দেশনামূলক সাইনবোর্ড টানিয়ে দিয়ে আসেন। আজ কুমির ধরার খবর পেয়ে সেখানে ছুটে যান। কুমিরটি যাতে বাঁচতে পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের অবাধ বিচরণ করতে দিতে হবে। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। তা ছাড়া কুমিরটি অনেক বড় ও বয়স্ক। অনেক ক্লান্ত দেখাচ্ছে। তার খাবারেরও ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন বঙ্গোপসাগরে মেঘ , বৃষ্টি হতে পারে 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *