আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। সেই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। পাকিস্তানে মূল আয়োজন হলেও টুর্নামেন্টটি হবে হাইব্রিড মডেলে।যার প্রধান আয়োজক ও স্বত্ত্বাধিকারী থাকবে পাকিস্তানের হাতে। আর ভারতের ম্যাচ গুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই আলোচনায় ‘ সংযুক্ত আরব আমিরাতকে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাছাই করেছে পিসিবি)।’ মধ্যপ্রাচ্যের দেশটি আগামী ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ।
চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল। এর আগে গত সপ্তাহে আইসিসি জানায়, ভারত ও পাকিস্তান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে একে অপরের দেশে যাবে না। অতিথি দলটি নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলবে।
মোট ৮ দল এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে । ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। প্রথম ম্যাচ করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের সঙ্গে পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান রয়েছে গ্রুপ ‘বি’তে। লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে ভারতের ম্যাচগুলো বাদে দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে। ৪ মার্চ ভারত যদি সেমিফাইনালে উঠে তাহলে খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।
আরও পড়ুন সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি