‘ভুল হতেই পারে’-মিরাজ

‘ভুল হতেই পারে’-হারের পর মিরাজ

খেলাধুলা
Spread the love

অধিনায়ক যান। অধিনায়ক আসেন। কিন্তু হারের পর ‘ভুল’, ‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসার আশা’—এসব চর্বিতচর্বণ থেকেই যায়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে অধিনায়ক হিসেবে এ সফরই মিরাজের প্রথম অভিজ্ঞতা। সমালোচনার সুরটা তাই নরমই হতে হবে। কিন্তু বাংলাদেশ যেভাবে হেরেছে, তাতে পুরোনো ব্যাধিগুলোই যে ফুটে উঠেছে আবার! আজ ১ম টেস্টে ২০১ রানে হারের পর মিরাজের কণ্ঠেও সেগুলোই প্রতিধ্বনিত হলো।

উদাহরণ দিয়ে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ২৬১ রানে হারিয়ে বসেছিল ৭ উইকেট।সেখান থেকে ৯ উইকেটে ৪৫০ রানে ডিক্লেয়ার করে । মূলত,অষ্টম উইকেটে জাস্টিন গ্রিভস পেসার কেমার রোচের সঙ্গে ২৮৯ বলে ১৪০ রানের জুটি গড়ে। নয়ে নামা রোচ ৪৭ রান করেছেন,তার চেয়ে বড় ক্তহা খেলেছেন ১৪৪ বল!  । মিরাজ মনে করেন, অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ এখানেই হেরেছে।

আজ পুরস্কার বিতরণী মঞ্চে হারের পর মিরাজ বোলারদের প্রশংসা করে বলেছেন সে কথাই, ‘আমরা সত্যিই ভালো বোলিং করেছি। ৬ উইকেট পেয়েছে তাসকিন , তবে তারা ৭ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়েছে। ম্যাচটা আমরা সেখানেই হেরে গেছি।’

আমরা কিছু ভুল করেছি। কিন্তু সেটা হতেই পারে।

অ্যান্টিগায় হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

অধিনায়ক এরপর আরও কিছু কথা বলেছেন। সে প্রসঙ্গে যাওয়ার আগে একটি প্রশ্ন না তুললেই নয়। তাসকিন ৬ উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। মিরাজের দাবি অনুযায়ী বাংলাদেশ যদি এই টেস্টে ভালো বোলিংই করে থাকে, তাহলে প্রথম ইনিংসে ৭ উইকেট পড়ে যাওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ কীভাবে সাড়ে চার শ রান তোলে?

ব্যাটিং নিয়ে অবশ্য অকপট স্বীকারোক্তিই দিয়েছেন মিরাজ, ‘আমরা এই ম্যাচে ভালো ব্যাটিং করিনি।’ স্কোরকার্ডেও তা পরিষ্কার। ৪৫০ রান মাথায় নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভালো ব্যাটিং করতে না পারার ভুল স্বীকার করে মিরাজ এরপর যা বলেছেন, তাতে অবাক হতেই হয়, ‘আমরা কিছু ভুল করেছি। কিন্তু সেটা হতেই পারে।’

এটা ঠিক ক্রিকেট ম্যাচে ভুল হতে পারে। চিরায়ত সংস্কৃতি বজায় রেখেই, ‘আমরা পরের ম্যাচে শক্তভাবে ফিরতে চাই, এইভাবেই মিরাজ আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের টেস্ট ম্যাচে হারের পর। আমরা জানি কী ভুল করেছি এবং আমাদের শক্ত হয়ে ফেরা প্রয়োজন। নিজেদের মধ্যে আমরা কথা বলব।’

বোলারদের পারফরম্যান্সে মিরাজের সন্তুষ্টি প্রকাশ হয়তো নিজেকে সান্ত্বনা দিতেই। ম্যাচ শেষে বলেছেন, ‘আমাদের পেস আক্রমণ আছে—তাসকিন, হাসান ভালো বোলিং করেছে। তাইজুলও প্রথম ইনিংসে ভালো বোলিং করেছে। আমি তাদের পারফরম্যান্সে সত্যিই খুব সন্তুষ্ট।’

ভালো বোলিংই করেছেন বোলাররা, তাতে দ্বিমত নেই। কিন্তু কাজের কাজটাই যে আর হলো না! শনিবার জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানে হবে কী?

আরও পড়ুন আইপিএলে দল পেলেন না যেসব তারকা

1 thought on “‘ভুল হতেই পারে’-হারের পর মিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *