বিশ্বের লম্বা মানুষ জন্ম নেয় কোন দেশে

বিশ্বের লম্বা মানুষ জন্ম নেয় কোন কোন দেশে

অন্যান্য
Spread the love

কিছু কিছু দেশে এত লম্বা লম্বা মানুষদের বসবাস যে দেখলেই মনে হয়, এ যেন বাস্তব জীবনের দৈত্যদের আবাসভূমি। কখনো কী ভেবে দেখেছেন, কেন এসব দেশে এত লম্বা লম্বা মানুষের বসবাস?

স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞানীদের বৈশ্বিক নেটওয়ার্ক এনসিডি রিস্ক ফ্যাক্টর বিশ্বের জনসংখ্যাবিষয়ক ৩ হাজার ৩০০টি জরিপের তথ্য একত্র করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং লন্ডনের ডব্লিউএইচও কোলাবোরেটিং সেন্টার অ্যাট ইম্পেরিয়াল কলেজের সহযোগিতায় কাজটি করেছে তারা। অত্যাধুনিক পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে প্রায় ২০ কোটি অংশগ্রহণকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে।

এর ভিত্তিতে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের শীর্ষ দেশগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে। অবশ্য তালিকার প্রায় সব দেশই ইউরোপের।

নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসে পুরুষদের গড় উচ্চতা ১৮৩ দশমিক ৮ সেন্টিমিটার (৬ ফুট ০৩ ইঞ্চি)। এর মধ্য দিয়ে এটি বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যুরো ভুর দে স্তাতিসতিয়েকের (সিবিএস) জরিপ অনুসারে, নেদারল্যান্ডসের যেসব নাগরিক ২০০১ সালে জন্ম নিয়েছে, তাদের গড় উচ্চতা ১৯৮০ সালে জন্ম নেওয়া মানুষের চেয়ে ১ সেন্টিমিটার কম। আর মেয়েদের ক্ষেত্রে গড় উচ্চতা কমেছে ১ দশমিক ৪ সেন্টিমিটার। পরিসংখ্যানবিদদের ধারণা, উচ্চতা কমে যাওয়ার পেছনে অভিবাসনের ভূমিকা আছে।

মন্টেনিগ্রো

মন্টেনিগ্রোতে পুরুষের গড় উচ্চতা ১৮৩ দশমিক ৩৬ সেন্টিমিটার (৬ ফুট ০১ ইঞ্চি)। এর মধ্য দিয়ে এটি ইউরোপের অন্যতম লম্বা মানুষের দেশ হিসেবে খেতাব অর্জন করেছে আর লম্বা মানুষের দিক থেকে বিশ্বে এর অবস্থান দ্বিতীয়

এস্তোনিয়া

এস্তোনিয়ার পুরুষের গড় উচ্চতা ৬ ফুট (১৮২ দশমিক ৮ সেন্টিমিটার)। এটি বাল্টিক অঞ্চলে অন্যতম লম্বা মানুষের দেশ।

বসনিয়া ও হার্জেগোভিনা

বসনিয়া ও হার্জেগোভিনায় পুরুষের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৯ ইঞ্চি (১৮২ দশমিক ৫ সেন্টিমিটার)। ইউরোপের এ দেশটিও বিশ্বের লম্বা পুরুষের দেশের তালিকায় নাম লিখিয়েছে।

আইসল্যান্ড

আইসল্যান্ডের পুরুষদেরও লম্বা হিসেবে বিবেচনা করা হয়। এখানকার পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৭ ইঞ্চি (১৮২ দশমিক ১ সেন্টিমিটার)। আইসল্যান্ডের নারীরাও বেশ দীর্ঘাকায়। ৫ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি (১৬৮ দশমিক ৮ সেন্টিমিটার) তাদের গড় উচ্চতা।

ডেনমার্ক

বিশ্বে লম্বা মানুষের তালিকায় নাম রয়েছে ডেনমার্কেরও। দেশটির পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৬ ইঞ্চি (১৮১ দশমিক ৯ সেন্টিমিটার)। ডেনমার্কের মানুষদেরও উচ্চতা গড়ে অনেক বেশি। এখানকার মানুষের খাবারের মধ্যে প্রচুর দুধ, চিজ, মাংস থাকে, যা হাড়ের গঠনে সহায়তা করে। 

লাটভিয়া

লাটভিয়ায় পুরুষের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৩ ইঞ্চি (১৮১ দশমিক ২ সেন্টিমিটার)। অন্যদিকে লাটভিয়ায় নারীদের গড় উচ্চতা ৫ ফুট সাড়ে ৬ ইঞ্চি (১৬৯ দশমিক ৭৯ সেন্টিমিটার)।

চেক প্রজাতন্ত্র

পুরুষের গড় উচ্চতা প্রায় ৫ ফুট ১১ দশমিক ৩ ইঞ্চি চেক প্রজাতন্ত্রের। সেখানকার ৫ ফুট ৬ দশমিক ১ ইঞ্চি (১৬৮ সেন্টিমিটার) নারীদের গড় উচ্চতা ।

স্লোভেনিয়া

চেক প্রজাতন্ত্রের মতো স্লোভেনিয়ায় পুরুষেরও গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৩ ইঞ্চি। আর স্লোভেনিয়ার নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৫ দশমিক ৮ ইঞ্চি (১৬৭ দশমিক ২ সেন্টিমিটার)।

আরও পড়ুন ঘরের দুর্গন্ধ দূর করার ছয়টি উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *