নতুন বছর ২০২৫ আসতে এখনো দুই মাস বাকি। কিন্তু ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের পরিকল্পনা তো হঠাৎ করা যায় না। তার সঙ্গে রয়েছে যাতায়াত এবং থাকা ও খাওয়ার সুব্যবস্থার যাবতীয় বিষয়ও। এই সব পর্যটকদের জন্য সুবিধা করে দিতেই ন্যাশনাল জিওগ্রাফিক প্রকাশ করেছে ২০২৫ সালে বেড়াতে যাওয়ার জন্য বিশ্বের সেরা ২৫টি স্থানের নাম। এই তালিকায় আছে মালেশিয়ার বিলাসবহুল ট্রেনযাত্রা থেকে গুয়াতেমালার সক্রিয় আগ্নেয়গিরিতে হাইকিংয়ের পরামর্শও। চলুন, জেনে নিই বিশ্বসেরা এই ২৫টি স্থান সম্পর্কে।
১. অ্যান্টিগুয়া, গুয়াতেমালা
গুয়াতেমালা অ্যান্টিগুয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। কফিবাগানের মধ্যে দিয়ে হাইকিং কিংবা পাহাড়ের চূড়ায় বসে মেঘের ভেলা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ঐতিহ্যের শহর অ্যান্টিগুয়া থেকে।
২. ওকালা ন্যাশনাল ফরেস্ট, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
হ্রদ, জলপ্রপাত, ম্যানটিস, কালো ভালুক ও বিরল প্রজাতির গাছপালার জন্য বিখ্যাত ফ্লোরিডার ওকালা। বন্য পরিবেশের পাশাপাশি ওকালা জাতীয় উদ্যানে দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে মাছ ধরার ব্যবস্থাও।
৩. ব্যাংকক, থাইল্যান্ড
ব্যাংকক শহরে নতুন ও পুরোনোর স্থাপত্যের দারুণ এক মিশ্রণ রয়েছে। ভ্রমণ কারীরা থাইল্যান্ডের রাজধানীর আলোঝলমলে বিষয়টির সঙ্গেই বেশি পরিচিত। কিন্তু ব্যাংককের আরও রয়েছে বেশ কিছু মনোমুগ্ধকর স্মৃতিস্তম্ভ, স্থাপত্য, পুরোনো মন্দির।
৪. রাজা আমপাট দীপপুঞ্জ, ইন্দোনেশিয়া
রাজা আমপাট দীপপুঞ্জে সমুদ্রের তলদেশের বিচিত্র ইকোসিস্টেম কাছে থেকে দেখতে চাইলে ডুব দিতে পারেন । প্রায় ৫০০ ধরনের প্রবাল এবং হাজারের বেশি কোরাল রিফ মাছ এই দীপপুঞ্জে আছে । হাঙরও দেখতে পারবেন যদি কিছু সময় পান।
৫. গুয়াদালাহারা, মেক্সিকো
সঙ্গীত যারা ভালোবাসেন তারা যেতে পারেন গুয়াদালাহারায় মারিয়াচির সুরের সঙ্গে তাল মেলাতে চাইলে যেতে হবে । আঠারো শতকে উদ্ভূত মেক্সিকান এই সংগীতের আসর সেখানেই প্রতিবছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে বসে।
৬. সেনোবিটিক মন্যাসটিসিজম, ইতালি
ইতালির উপদ্বীপে সন্ন্যাসীরা বরাবরই খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। সন্ন্যাসজীবনের আধ্যাত্মিকতাকে খুব কাছে থেকে দেখা যায় সেনেবিটিক মন্যাসটিসিজমে। এখানকার সন্ন্যাসীরা সব ধর্মের দর্শনার্থীদেরই সাদরে গ্রহণ করেন।
৭. লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
নতুনভাবে শিল্পের ছোঁয়া লেগেছে লস অ্যাঞ্জেলেসে। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ব্ল্যাক আর্ট প্রোগ্রামে কৃষ্ণাঙ্গ শিল্পীদের আঁকা ১.৩ মাইল প্রসারিত দেয়ালের দেখা মিলবে এখানে।
৮. গ্রিনল্যান্ড
নতুন আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় এখন সহজে প্রবেশ করা যায় বরফে আবদ্ধ গ্রিনল্যান্ডে। অবিশ্বাস্য সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে গিয়ে হতে পারে আদিবাসী ইনুইট জাতির সংস্কৃতির অভিজ্ঞতা।
৯. কানাজাওয়া, জাপান
কোনো রকম ভিড় ছাড়া জাপানি সংস্কৃতি ও খাদ্যের স্বাদ পেতে যেতে পারেন কিয়োটো থেকে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত কানাজাওয়াতে। এ শহরে রয়েছে অনেক পরিপাটি বাগান।
১০. ইস্টার্ন ও ওরিয়েন্টাল এক্সপ্রেস, মালেশিয়া
মহামারির কারণে চার বছরের বিরতির পর আবারও চালু হয়েছে মালেশিয়ার বিলাসবহুল ট্রেন ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ভ্রমণ করা যায় এই ট্রেনে।
১১. ব্রাসোভ, রোমানিয়া
প্রাচীন বনভূমি, গ্রামীণ জীবন আর পাহাড়চূড়ার দেশ ব্রাসোভ। হাইকিংয়ের জন্য এখানে আছে ৮৭০ মাইল পথ।
১২. সেরাডো, ব্রাজিল
সেরাডোতে আছে প্রায় ১২ হাজার প্রজাতির উদ্ভিদ এবং ৮৫০ প্রজাতির পাখি। আর মন চাইলে সেরাডোতে গিয়ে গাইডের সঙ্গে বেরিয়ে পড়তে পারেন নেকড়ের সন্ধানে।
১৩. নর্থল্যান্ড, নিউজিল্যান্ড
বিরল সব বন্য প্রাণী দেখতে চাইলে নিউজিল্যান্ডের নর্থল্যান্ডে যেতে হবে।
১৪. সেনেগাল
ভোজনরসিক পর্যটকদের জন্য সেনেগাল একটি চমৎকার জায়গা। এই দেশের খাবারে আছে পশ্চিম আফ্রিকান ও ফরাসি প্রভাবের মিশ্রণ।
১৫. হাইদা গোয়াই, ব্রিটিশ কলম্বিয়া
হাইদা ঐতিহ্যকে কাছ থেকে দেখতে চাইলে যেতে হবে ব্রিটিশ কলম্বিয়ায়। এ ছাড়া এখানে আছে তিমি ও ডলফিন দেখার সুযোগ।
১৬. বারবাডোজ
ক্রীতদাস–বাণিজ্যে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয় বারবাডোজে গেলে। ক্রীতদাস প্রথা স্মরণে এখানে রয়েছে একটি স্মৃতিসৌধ।
১৭. সুরু উপত্যকা, ভারত
আপনি যদি উচ্চতা ভালোবাসেন, তাহলে এই উচ্চ পর্যটন স্থানটি আপনার জন্য। আগস্ট–সেপ্টেম্বর মাসে সারা বিশ্ব থেকে প্রতিবছর উচ্চ পর্বতারোহীরা এসে জড়ো হন এখানে।
১৮. বইজি, আইডাহো, যুক্তরাষ্ট্র
বাস্ক জাতির মানুষ বিশ শতকের শুরুর দিকে ভেড়া পালনের জন্য এসেছিল বইজি নামক এলাকায়। ২০২৫ সালের জুলাই মাসে ১০ বছর পর বাস্ক সংস্কৃতির সবচেয়ে বড় অনুষ্ঠান হতে যাচ্ছে ।
১৯. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
সাদিয়াত দ্বীপে নির্মাণাধীন সাদিয়াত সাংস্কৃতিক এলাকা আবুধাবির সংস্কৃতির মূল কেন্দ্র হতে যাচ্ছে। ২০২৫ সালে যার নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ।
২০. মারি নদী, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধান কৃষি এলাকা মারি নদী দুই ধারে। এর দুই পাশ দিয়ে জলপথে ভ্রমণ করতে পারলে অসম্ভব ভালো লাগা শুরু হবে । যাত্রাপথে নদীর ধারে মাঝে মাঝে পেয়ে যাবেন বারবিকিউয়ের স্বাদও।
২১. কোয়াজুলু-নাটাল, দক্ষিণ আফ্রিকা
এখন সাফারি করার জন্য নতুন একটি জায়গা কোয়াজুলু-নাটাল। অতিথিরা চাইলে এখানকার গেম ড্রাইভিংয়েও অংশ নিতে পারেন।
২২. স্টকহোম আর্কিপেলাগো, সুইডেন
সুইডেনের স্টকহোমে প্রায় ৩০ হাজার দ্বীপপুঞ্জ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপগুলোয় যাওয়ার সেরা সময় গ্রীষ্মের শেষ ও শরতের প্রথম দিকে।
২৩. কর্ক, আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের কর্ক একটি নতুন শহরের জেগে ওঠার দিক দেখতে চাইলে যেতে হবে আপনাকে। কর্ক সিটি নামে একটি নতুন শহর যা ১২৮ বিলিয়ন মার্কিন ডলার সেখানে নির্মিত হচ্ছে, যা তৈরিতে ব্যয় হবে ।
২৪. আউটার হিব্রাইডস, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের আউটার হিব্রাডাইসে চিরায়ত সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে যেতে হবে । রুপালি সৈকতের জন্য সুবিখ্যাত সেখানকার দ্বীপগুলো।
২৫. তিউনিসিয়া
রোমান সাম্রাজ্যের ধ্বংসের ইতিহাস তো আমরা অনেক শুনেছি। এই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে হলে যেতে হবে তিউনিসিয়ায়।
আরও পড়ুন বিটিভির অতীত ও বর্তমান অনুষ্ঠান কেমন