দৈর্ঘ্যের বিচারে কোন কোন সেতু সবচেয়ে দীর্ঘ? এসব সেতু কোন দেশে অবস্থিত? এসব প্রশ্ন অনেকের মনে উঁকি দেয়। অনেকেই উত্তর খুঁজে ফেরেন। দেখা যাচ্ছে সবচেয়ে দীর্ঘ ১০টি সেতুর ৬টিই এশিয়ার দেশ চীনে অবস্থিত।
আসুন, ২০২৪ সালে বিশ্বের দীর্ঘ সেতু কোনগুলো, একনজরে তা দেখে নিই—
১. দানিয়াং–কুনশান গ্র্যান্ড ব্রিজ: বিশ্বের দীর্ঘতম এই সেতু চীনে অবস্থিত। দৈর্ঘ্য ১৬৪ কিলোমিটার।
২. চাংহুয়া-কোহশিউং ভায়াডাক্ট: তাইওয়ানের এই সেতুর দৈর্ঘ্য ১৫৭ কিলোমিটার।
৩. তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ: চীনে অবস্থিত ১১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু।
৪. ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ: চীনের এই সেতুর দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার।
৫. ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজ: এটির অবস্থান চীনে। দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার।
৬. বাং না এক্সপ্রেসওয়ে: এই সেতুর দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার যা এশিয়ার থাইল্যান্ডে অবস্থিত।
৭. বেইজিং গ্র্যান্ড ব্রিজ: চীনের এই সেতুর দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার।
৮. মেট্রো ম্যানিলা স্কাইওয়ে সিস্টেম: ফিলিপাইনের এই সেতুর দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার।
৯. লেক পন্টচারট্রেন কজওয়ে: যুক্তরাষ্ট্রে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার।
১০. উহান মেট্রো ব্রিজ: এই সেতুর দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার যা চীনের উহানে অবস্থিত।
আরও পড়ুন বিশ্বের সবচেয়ে দামি বাড়ি কোনগুলো