২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারল ভারত

২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারল ভারত

সর্বশেষ খেলাধুলা
Spread the love

দীর্ঘ ২৭ বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল লঙ্কানরা। পাতুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান ১ উইকেটে ১৭১ রান থেকে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান—শ্রীলঙ্কা নিশ্চয়ই আফসোস করেছে আরও বড় স্কোর গড়তে না পারায়।

তবুও লো স্কোর ম্যাচে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি স্বাগতিকেরা জিতেছে ১১০ রানের বড় ব্যবধানে। এই জয়ের ফলে শ্রীলংকার ইতিহাসে মাত্র দ্বিতীয় ও ১৯৯৭ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারল ভারত

 এর আগে ১৯৯৩ ও ১৯৯৭ সালে শ্রীলঙ্কা জিতেছিল মাত্র দুবার এছাড়া সিরিজ ড্র করেছে তিন বার।

এই সিরিজের প্রথম ম্যাচ টাই হলেও  দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ২৪৮ রানের পুঁজি গড়ে ভারতকে ১৩৮ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

বল হাতে নায়ক ওয়েলালাগে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৭ রানে ৫ উইকেট নেন ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার।গত ম্যাচে জেফরি ভ্যান্ডারসে, এবার দুনিত ভেল্লালাগের কবলে পড়ে দলটি।

বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৫ উইকেট, আউট করেন রোহিত-বিরাট কোহলি দুজনকেই। চোটজর্জর দল নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হলেও, ওয়ানডে সিরিজটা দারুণ কাটল শ্রীলঙ্কার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪৮/৭ (আভিস্কা ফার্নান্ডোর ৯৬, কুশল মেন্ডিস ৫৯;  রায়ান পরাগ ৩/৫৪, সুন্দর ১/২৯)।

ভারত: ২৬.১ ওভারে ১৩৮ (রোহিত শর্মা ৩৫, ও্যাশিংটন সুন্দর ৩০;  দুনিথ ভেল্লালাগে ৫/২৭, জেফরি ভ্যান্ডারসে ২/৩৪)।

ফল: শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী।

প্লেয়ার অব দ্যা ম্যাচ-আভিস্কা ফার্নান্ডোর

প্লেয়ার অব দ্যা সিরিজ- দুনিথ ভেল্লালাগে

সিরিজ: তিন ম্যাচে সিরিজে শ্রীলঙ্কা ২-০-তে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *