সবচেয়ে বড় ১০ ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বের সবচেয়ে বড় ১০ ক্রিকেট স্টেডিয়াম 

খেলাধুলা
Spread the love

বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর একটি ক্রিকেট। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের কাছে ক্রিকেটের ভিন্নরকমের আবেদন রয়েছে। এই অঞ্চলে ক্রিকেটখেলুড়ে দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। দর্শক ধারণক্ষমতার নিরিখে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের অবস্থানও এই অঞ্চলে। আসুন, বিশ্বের সবচেয়ে বড় ১০টি ক্রিকেট স্টেডিয়ামের বিষয়ে জেনে নিই—

১. নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ভারত

ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নামে এর নামকরণ। ১৯৮২ সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। এর দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। সেই হিসাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এটি। ২০২৩ সালে আইসিসি ওয়ার্ল্ডকাপ ক্রিকেটের ফাইনাল খেলাসহ অনেক বড় বড় ম্যাচ আয়োজিত হয়েছে এখানে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটি পরিচালনা করে।

 ২. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া

বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। নাম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় ১৮৫৩ সালে। সে হিসাবে স্টেডিয়ামটির বয়স ১৭০ বছর পেরিয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা এক লাখের বেশি। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের অধীন স্টেডিয়ামটি পরিচালিত হয়। ১৯৫৬ সালের অলিম্পিক গেমস, ২০০৬ সালের কমনওয়েলথ গেমস, ১৯৯২ ও ২০১৫ সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ছাড়াও অনেক বড় বড় খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে।

৩. ইডেন গার্ডেনস, ভারত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক স্টেডিয়াম ইডেন গার্ডেনস। স্টেডিয়ামটি ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত। অর্থাৎ ইডেন গার্ডেনসের বয়স ১৬০ বছর। এর দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। সেই হিসাবে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। কলকাতা নাইট রাইডার্স আর বেঙ্গল ক্রিকেট দলের হোমগ্রাউন্ড এটি। ১৯৮৭ সালের আইসিসি ওয়ার্ল্ডকাপ ফাইনাল ও ২০১৬ সালের আইসিসি ওয়ার্ল্ড টি২০ ফাইনালসহ অনেক বড় বড় ম্যাচ হয়েছে এখানে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ইডেন গার্ডেনসের পরিচালনার দায়িত্বে রয়েছে।

৪. বীর শহীদ নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ভারত

শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারতের ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত। ‘নয়া রায়পুর স্টেডিয়াম’ নামেও এটি পরিচিত। স্টেডিয়ামটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর দর্শক ধারণক্ষমতা ৬৫ হাজার। ভারতের ৫০তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি। গত বছর ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে এখানে প্রথম আন্তর্জাতিক কোনো আসর বসে। এই স্টেডিয়াম পরিচালনার ভার ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের।

৫. পার্থ স্টেডিয়াম, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ৬১ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন পার্থ স্টেডিয়াম। দেশটির দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি। সেই সঙ্গে ৫ নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের তালিকায় এটির নাম। ২০১৮ সালে পার্থ স্টেডিয়াম উদ্বোধন করা হয়।

৬. অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার আরেকটি বড় স্টেডিয়ামের নাম অ্যাডিলেড ওভাল। অ্যাডিলেড শহরে এই স্টেডিয়ামের অবস্থান। ১৮৭১ সালে স্টেডিয়ামটির যাত্রা শুরু। স্টেডিয়ামটিতে একসঙ্গে ৫৩ হাজার ৫৮৩ জন বসে খেলা দেখতে পারেন। এখানে দেশটির প্রথম স্টেডিয়াম হোটেল রয়েছে। হোটেলে অতিথিদের থাকার জন্য ১৩৮টি কক্ষ রয়েছে।

৭. গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, ভারত

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরামে গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম অবস্থিত। ২০১৫ সালে এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। আসন রয়েছে ৫০ হাজার। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় এটি ৭ নম্বরে রয়েছে। এই স্টেডিয়াম পরিচালনা করে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কারিয়াভাত্তম স্পোর্টস ফ্যাসালিটিজ লিমিটেড।

৮. ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, ভারত

ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে অবস্থিত । একানা স্টেডিয়াম নামেও পরিচিত। স্টেডিয়ামটির যাত্রা শুরু ২০১৭ সালে। আর নতুন নাম করণ করা হয় পরের বছর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নাম জুড়ে দেওয়া হয় এর নামের সঙ্গে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। একানা স্পোর্টস সিটি প্রাইভেট লিমিটেড এই স্টেডিয়াম পরিচালনার দায়িত্বে রয়েছে।

৯. ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ভারত

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে অবস্থিত ব্র্যাবোর্ন স্টেডিয়াম। ব্রিটিশ আমলে, ১৯৩৭ সালে স্টেডিয়ামটির যাত্রা শুরু। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। এখানে ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ২০০৭ সালের ভারতের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচসহ বহু স্মরণীয় ম্যাচ আয়োজন করা হয়েছে। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া স্টেডিয়ামটি পরিচালনা করে।

১০. ডকল্যান্ডস স্টেডিয়াম, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার আরেকটি বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম ডকল্যান্ডস স্টেডিয়াম। মেলবোর্ন শহরে এর অবস্থান। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার। চলতি শতকের একদম শুরুতে অর্থাৎ ২০০০ সালে ডকল্যান্ডস স্টেডিয়াম যাত্রা শুরু করে। বর্তমানে এটা মার্ভেল স্টেডিয়াম নামেও পরিচিত। বিগব্যাশসহ বহু আলোচিত ক্রিকেট ম্যাচ হয়েছে এখানে।

আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *